শুভংকরের ফাঁকি
- কাজী জুবেরী মোস্তাক ২৭-০৪-২০২৪

একটা বদ হাওয়া লেগেছে এ জীবনে
জীবনটা তাই বিষে বিষেই গেলো ভরে
এতো যন্ত্রণা আর এতো যে কাতরতা
কোন কিছুই যে কারো নজরে পরেনা ৷
প্রতিটি নিঃশ্বাসে মৃত্যুর পদধ্বনি শুনি
কষ্টে যন্ত্রণায় জীবনের উন্মাদনা দেখি
অভাবের যন্ত্রণায় ঔষধ কি ভুলে গেছি
পাশের আপনরাও আজ দিয়েছে ফাঁকি ৷
দেনা-পাওনার হিসাব মিলাতে বসে দেখি
জীবন ভরা শুধু আজ শুভংকরের ফাঁকি
দেনা-পাওনার হিসেবে সব কিছুই যে বাঁকি
জীবনটা ভরা আজ শুধু মিথ্যা আর মেকি ৷

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।